ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সাহস থাকলে পাকিস্তানি সেনাদের ধরে এনে বিচার করুন: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০
সাহস থাকলে পাকিস্তানি সেনাদের ধরে এনে বিচার করুন: জামায়াত

ঢাকা: ‘নিরীহ’ জামায়াত নেতা-কর্মীদের নয়, একাত্তরের যুদ্ধাপরাধের জন্য সাহস থাকলে পাকিস্তানি সেনাদের ধরে এনে বিচার করুন।   ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রতি রোববার এই আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।



মগবাজার আল ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের জামায়াতপন্থি শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রোববার বিকেলে দলটির শীর্ষ নেতারা এ আহ্বান জানান। এদিন সারাদেশে একযোগে শিক্ষকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক ছাড়াও বিভিন্ন পেশাজীবী সমমনাদের  সঙ্গে জামায়াতের এই মতবিনিময় সপ্তাহকাল চলবে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘জামায়াতের নিরীহ নেতা-কর্মীদের নয়, সাহস থাকলে পাকিস্তানি হানাদার সেনাদের ধরে এনে বিচার করুন। ’

বন্দি নেতাদের মুক্তির দাবিতে জনমত গঠনে ২০ থেকে ২৬ জুলাই দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে মহানগর জামায়াতের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে আজহারুল ইসলাম আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পর ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ছেড়ে দিয়েছিল। এরা সবাই ছিল পাকিস্তানি সেনা। তাদেরই বিচার হওয়া প্রয়োজন। ’

রোজার পর সরকার যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠনে গণসংযোগ করবে উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘খুনির বিচারে জনমত গঠনের প্রয়োজন হয় না। সরকারের গণসংযোগের  সিদ্ধান্তে প্রমাণ হয় জামায়াতের কোনো নেতা খুনি নন। ’

‘জামায়াত নেতাদের কোনো যুদ্ধাপরাধ অপরাধ নেই’ বলে দাবি করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির চেয়ারম্যানদের কেউই জামায়াত নেতা ছিলেন না। তারা বেশির ভাগই ছিলেন আওয়ামী লীগের নেতা। আগে তাদের বিচার করুন। ’

আজহারুল ইসলামের যুক্তি:‘মানবতার বিরুদ্ধে অপরাধ কোনো নির্দিষ্ট সময়ে হয় না। এ সরকারের ১৮ মাসেই মানবতার বিরুদ্ধে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়েছে। ’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেন, ‘গুম করা ও গুপ্তহত্যা থেকে হাত গুটিয়ে নিন। নইলে চরম মূল্য দিতে হবে। ’

এ সময় দলের নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি ।

মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতপন্থি ‘আদর্শ শিক্ষক সমিতি’র নেতা আশরাফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটিএম ফজলুল হক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।