ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সংবিধান সংশোধনের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০
সংবিধান সংশোধনের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ফখরুল

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান সংশোধনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।  

রোববার বিকেলে মুক্তাঙ্গনে বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে তিনি এ আহবান জানান।



মির্জা ফখরুল বলেন, ‘সংবিধান সংশোধন করে বাকশাল কায়েমের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ’

গণঅনশন কর্মসূচি পালনের জন্য পল্টন ময়দান বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে বিএনপি এ সমাবেশ ডাক দেয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে চলমান সমাবেশে এ পর্যন্ত ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুুদু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল,  স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী সোহেল বক্তৃতা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নেতাদের বক্তৃতা চলছিলো।

বক্তৃতায় বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর সরকার অন্যায়, অত্যাচার ও জুলুম চালাচ্ছে অভিযোগ তুলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধেরও আহবান জানান মির্জা ফখরুল।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।