ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

কুড়িলে শিবিরের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
কুড়িলে শিবিরের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে শিবিরকর্মীরা। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গাড়ি ভাংচুর করে।



মঙ্গলবার বেলা ২টার দিকে কুড়িল ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, বেলা ২টার দিকে ফ্লাইওভারের নিচ থেকে ঝটিকা মিছিল বের করে শিবিরকর্মীরা। এ সময় তারা হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি ইটপাটকেট নিক্ষেপ করতে থাকে। ফলে রাস্তায় চলাচল করা কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়।

এ বিষয়ে ভাটারা থানার ওসি সরওয়ার আলম বাংলানিউজকে জানান, আমরা এ ধরনের ঘটনার খবর এখনও পায়নি। তবে ওই এলাকায় পুলিশ আছে। আমি খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।