ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

রংপুরে নিরুত্তাপ হরতাল পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
রংপুরে নিরুত্তাপ হরতাল পালিত

রংপুর: ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রংপুরে নিরুত্তাপ ভাবে পালিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল, অটোরিকশা, রিকশা চলাচল করছে।

স্কুল কলেজও খোলা ছিলো। ‍

হরত‍ালে অফিস-আদালতে কাজকর্ম চলে অন্য দিনের মতোই। ব্যাংক-বীমা খোলা থাকলেও লেনদেন ছিলো কিছুটা কম। আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল করলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিলো।  

হরতালে সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর ষ্টেশন থেকে ১০টি ট্রেন ছেড়ে গেছে বলে বাংলানিউজকে জানান, রংপুর রেলওয়ে কর্মকর্তা আবু সালেক।

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান, হরতালে  আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীতে পুলিশ টহল জোরটার করা হয়েছে। হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।