ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার ‘নৌকা মার্কা’ একদলীয় কমিটি গঠন করেছে: ন্যাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

ঢাকা: সর্বদলীয় সংসদীয় কমিটির নামে সরকার ‘নৌকা মার্কা’ একদলীয় কমিটির মাধ্যমে ’৭২-এর সংবিধানে ফেরার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শনিবার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন।



জাতীয় প্রেসকাবে ‘আধিপত্যবাদবিরোধী সংগ্রাম, জাতীয়তাবাদী দেশপ্রেমিক ও ইসলামিক শক্তির বৃহত্তর ঐক্য’ শীর্ষক এই আলোচনায় অংশ নেন জাতীয় গণতন্ত্রী পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সর্বদলীয় সংসদীয় কমিটিতে সব দলের প্রতিনিধিত্ব থাকতে হবে। কিন্তু সরকার তা না করে শুধু নিজেদের সংসদ সদস্যদের নিয়ে কমিটি গঠন করেছে। এটি ‘নৌকা মার্কা’ একদলীয় কমিটি হয়ে গেছে। তাই একে কোনোভাবেই বৈধ বলা যায় না।

বাংলাদেশ সময় ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad