ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি’র বাজেট প্রস্তাব অসাংবিধানিক: সৈয়দ আশরাফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, জুন ৯, ২০১০

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান বিরোধী দল বিএনপির দেওয়া বিকল্প বাজেট প্রস্তাবের সমালোচনা করে বলেছেন, ‘এ ধরনের বাজেট প্রস্তাব অসাংবিধানিক ও সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। ’

বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশা করি, বিরোধী দল বাজেট অধিবেশনে যোগ দেবে এবং তাদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব অথবা বিকল্প বাজেট থাকলে সেটাও উত্থাপন করবে।

তাদের পরামর্শ ও প্রস্তাব ইতিবাচক হলে আমরা তা গ্রহণ করবো। ’

আজ বুধবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এই আহ্বান জানান। তিনি সাংবাদিক সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে অসত্য ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেন।

গত ৭ জুন সোমবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে একটি বিকল্প বাজেট প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া।

সাংবাদিক সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, ‘বিরোধী দল সরকারের বাজেট প্রস্তাবের সঙ্গে দ্বিমত বা সমালোচনা করতেই পারে। তবে সে আলোচনা সংসদেই করতে হবে। ’

তিনি বলেন, ‘সরকার বাজেট উপস্থাপন করার আগেই বিরোধী দলের নেতা তথাকথিত বিকল্প বাজেট ঘোষণা করে সংবিধানের ব্যত্যয় করেছেন। সংসদে না এসে বাইরে বক্তব্য দিলে গণতন্ত্র ও সংবিধানের প্রতি আস্থাহীনতা প্রকাশ পায়, সংসদীয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ’

বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ষড়যন্ত্র ও নেতিবাচক সাংঘর্ষিক রাজনীতির পথ ছেড়ে আসুন আমরা যে-যার আদর্শগত ও রাজনৈতিক অবস্থান বজায় রেখে দেশের স্বার্থে একযোগে কাজ করি। ’

যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই বিরোধীদলীয় নেতা দেশের রাজনীতিকে অস্থিতিশীল ও সংসদকে অকার্যকর করতে হরতালের কর্মসূচি দিয়েছেন বলে অভিযোগ করেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, ‘এ সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাপরাধীর বিচার হবে এটা আমরা দৃঢ় বিশ্বাস। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা ৯ জুন, ২০১০
এসকে/আরটি/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad