ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মিলনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: পরিবারের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

ঢাকা: সরকার সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা মেয়ে তানজিদা হক।

তিনি বলেন, ‘আমার বাবা বিভিন্ন রোগে আক্রান্ত।

এ সময় তার জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো নানাভাবে হয়রানি ও নির্যাতন করছে সরকার। ’

আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তানজিদা হক বলেন, ‘আমার অসুস্থ বাবার বিরুদ্ধে এ সরকারের লোকজন এখন পর্যন্ত ১৪টি মামলা করেছেন। আদালত একে একে নয়টি মামলায় জামিন দিলেও তার মুক্তি ঠেকাতে নতুন নতুন মামলা করছেন তারা। সর্বশেষ গত রোববার আরও একটি মামলা করা হয়েছে। ’

তিনি বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে যেসব মামলা হচ্ছে সেগুলো মিথ্যা, বানোয়ট ও হয়ারানিমূলক। তার মতো সম্মানিত একজন ব্যক্তির বিরুদ্ধে মাটি চুরি, গাড়ি চুরি, ভ্যানিটি ব্যাগ ছিনতাই ও ষাটোর্ধ্ব মহিলা ধর্ষণের যে মামলা করা হয়েছে তা হাস্যকর। ’

তানজিদা আরও বলেন, ‘কেউ অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করলে তার শাস্তি হওয়া উচিত। কিন্তু এ ধরনের হাস্যকর মামলা দিয়ে হয়রানি করা অমানবিক। ’

তিনি জানান, রোববার মারধর ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে এহসানুল হক মিলনের বিরুদ্ধে। মামলার বাদি গাজী কামাল চাঁদপুরের কচুয়া উপজেলার কড়াইয়া গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবি, সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার ইয়াসমিন মনি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad