ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ভারসাম্যহীন হয়ে পড়েছেন আ’লীগ নেতারা: সাকা

মান্নান মারুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১০
ভারসাম্যহীন হয়ে পড়েছেন আ’লীগ নেতারা: সাকা

ঢাকা: ‘আওয়ামী লীগ নেতাদের লাগামহীন বক্তব্যে মনে হচ্ছে তারা ভারসাম্য হীন হয়ে পড়েছেন। ’

সোমবার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী একথা বলেন।



বিএনপিতে কোনো সমস্যা নেই উল্লেখ করে সাকা চৌধুরী বলেন, ‘সরকারের মধ্যে সমস্যা আছে। আওয়ামী লীগ তাদের ব্যর্থতা ঢাকার জন্য হেন কাজ নেই যা করছে না। ’

তিনি জানান, বিএনপি একটি বড় দল, এখানে সমস্যা থাকতেই পারে। তবে যে সমস্যা আছে তা তেমন গুরুতর নয়।

বিএনপির প্রভাবশালী এ নেতা আরও বলেন, ‘এতো আসন নিয়ে ক্ষমতায় এসে দেশ চালাতে গিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, অপহরণ ও শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের চেষ্টাÑ সরকারি দলের দুর্বলতারই বহিঃপ্রকাশ। ’

সরকারের কঠোর অবস্থানের কারণে বিএনপি বড় ধরনের আন্দোলনে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার দেশকে যে দিকে নিয়ে যাচ্ছে, আমরা সে দিকে যেতে চাই না। তবে সরকারের মারমুখি আচারণের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় আওয়ামী লীগকেই নিতে হবে। ’

সাকা চৌধুরী আরও বলেন, ‘গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সরকারের সব অন্যায়-অত্যাচার, অপকর্মের প্রতিবাদ ও জনগণের দুর্ভোগ লাঘবের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে। সেই কর্মসূচি ব্যর্থ করার জন্য রাস্তায় দলীয় বাহিনী ও পুলিশ নামিয়ে আতঙ্ক ছড়িয়ে আমাদের কর্মসূচি সরকার নিজেই পালন করছে। সরকার কি করছে তার সাক্ষি এদেশের জনগণ। ’

জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘সরকার যদি অসাংবিধানিকভাবে কোনো দলের ওপর মিথ্যা অজুহাতে স্টিমরোলার চালায় আর এর প্রতিক্রিয়ায় দলটি আত্মগোপনে চলে যায় এবং দেশে বিশৃংখলার সৃষ্টি হয়Ñ সেজন্য সরকারই দায়ী থাকবে। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।