ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

হামিদুর রহমান আযাদের আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

ঢাকা: পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ৩০ জুন ও ৩ জুলাই পল্টন থানায় দায়ের করা দু’টি মামলায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর সেক্রেটারি ও সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদকে চার মাসের আগাম জামিন দিয়েছেন আদালত।

বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি আবদুল হাকিমের বেঞ্চ এ আদেশ দেন।



আদালত একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে তিন সপ্তাহ সময় দিয়ে সরকার ও পুলিশের প্রতি রুল জারি করেছেন।

দুপুরে হামিদুর রহমান আযাদের উপস্থিতিতে ব্যারিস্টার মওদুদ আহমদ তার পক্ষে আগাম জামিনের আবেদন করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।