ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সোমবার চৌধুরী আলমের বাসায় যাবেন খালেদা জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সোমবার বিকেলে বিএনপি নেতা চৌধুরী আলমের খিলগাঁও চৌধুরী পাড়ার বাসায় যাওয়ার কথা রয়েছে।

নিখোঁজ চৌধুরী আলমের পরিবারের সদস্যদের সান্তনা দিতে ও তাদের খোঁজ খবর নিতেই তিনি সেখানে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির সিনিয়র কয়েকজন নেতাও খালেদা জিয়ার সঙ্গে থাকবেন।  

উল্লেখ্য, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম গত ২৫ জুন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে নিখোঁজ হন। ওইসময় পরিবারের পক্ষ থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়।

তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু থেকেই চৌধুরী আলমকে গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করে আসছে।

ওই ঘটনার ১৮ দিন পার হয়ে গেলেও চৌধুরী আলমের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এদিকে চৌধুরী আলমকে খুজে বের করার দাবিতে বিএনপির পক্ষ থেকে গত ১০ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ওই কর্মসূচি থেকে চৌধুরী আলমের অবস্থান সম্পর্কে সরকারের কাছে ব্যাখ্যাও চায় দলটি।

বাংলাদেশ সময়:০১৪০ঘণ্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।