ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জিএম কাদেরের পদত্যাগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে- এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১০
জিএম কাদেরের পদত্যাগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে- এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বিমান ও পর্যটনমন্ত্রী জিএম কাদের পদত্যাগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘আমি জানি তিনি পদত্যাগ করেননি।

এর আগে আমি মরে গেছি বলেও গুজব ছড়ানো হয়েছিল। দল ও পরিস্থিতি অস্থিতিশীল করতেই এসব করা হচ্ছে। ’

রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আমরা কেউ ফেরেশতা নই, মানুষ। আর মানুষ অসুস্থ হতেই পারে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আমি মরে গেছি বলে গুজব ছড়ানো হয়েছে। অথচ আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং দিব্যি ভালো আছি। ’  

তিনি আরও বলেন, ‘অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আজ এখানে এসেছি। বারবার আমাদের নিঃশেষ করার চেষ্টা হয়েছে কিন্তুু কেউ তা পারেনি। ’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের বক্তব্য রাখলেও তার পদত্যাগের বিষয়ে কিছুই বলেননি। এককভাবে নির্বাচন করার শক্তি অর্জন করার জন্য তিনি দলের কর্মীদের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময় ২১১৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১০








 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।