ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

চাঁদাবাজি কে কতটা করে ব্যবসায়ীরা ভালো করে জানেন : ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১০
চাঁদাবাজি কে কতটা করে ব্যবসায়ীরা ভালো করে জানেন : ওবায়দুল কাদের

ঢাকা: চাঁদাবাজি কে কতটা করে সেটা ব্যবসায়ীরা ভালো জানেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও সাংসদ ওবায়দুল কাদের। সরকারের মন্ত্রীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ১৮ মাসে যারা যোগ্যতা-দক্ষতা অর্জন করতে পারে না, ১৮ বছরেও তারা পারবেন না।



ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রোববার বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

শনিবার একটি অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দেওয়া বক্তব্যের প্রতি ঈঙ্গিত করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘ওয়ান ইলেভেনের পর রাজনীতিবিদেরা নয়, সাংবাদিকরাই রাজনীতির অন্ধকারে আশার আলো জালিয়েছেন। ’

তিনি বলেন, ‘কাচের ঘরে বসে ঢিল ছুড়ে কোনো লাভ নেই। চাঁদাবাজি আমরা কে কতটা করি সেটা ব্যবসায়ীরা ভালো করে জানেন। ’

‘সাংবাদিকদের সম্পর্কে তো বটেই সব বিষয়ে রাজনীতিবিদদের কথাবার্তায় পরিমিতিবোধ থাকতে হবে’ বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শনিবার রিপোর্টার্স ইউনিটিতে আরেকটি অনুষ্ঠানে গণমাধ্যমের বিরুদ্ধে সমালোচনা করেন পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে টার্গেট বেধে দিলে হবে না।   এক্ষেত্রে সকলকে দায়িত্বশীল মন্তব্য করতে হবে। আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। ’

এই বিচার এক বছরে না তিন বছরে শেষ হবে তা নিয়ে দায়িত্বশীল কারো মন্তব্য করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এ নিয়ে ট্রাইব্যুনাল ও ইনভেস্টিগেশন এজেন্সিই কথা বলবে। ’

ওবায়দুল কাদের ডিজিটাল বাংলাদেশের কর্মসূচিগুলো ভবিষ্যতে এগিয়ে নেওয়ার জন্য বিরোধী দলকেও কাজ করার আহবান জানান।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ব্যর্থ হলে দিন বদলের সনদের মধ্যে থাকা ভালো কর্মসূচিগুলো বিরোধী দলকে এগিয়ে নিতে হবে। আগের মতো ক্ষমতায় গিয়ে কমিউনিটি হেলথ কর্মসূচি বন্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে বিএনপিকে। ’

বঙ্গবন্ধু একাডেমীর নেতা হেমায়েত উদ্দিন বীরবিক্রমের সভাপতিত্বে ‘দিনবদলের সনদ : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাংসদ ইস্রাফিল আলম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ, নূরজাহান মুক্তা, গোলাম সারোয়ার কবীর প্রমুখ।

বাংলাদেশ সময় ১৮.০০ ঘন্টা, জুলাই ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।