ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, স্বৈরাচার ও স্বৈরাচারের দোসরা একই অপরাধে অপরাধী। আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ড. আব্দুল মান্নান, শামসুর রহমান।
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লবের পরে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এখন আর সেই দিন নাই যে সত্যের পক্ষে কথা বললে গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, হত্যাকারী আর হত্যার সহায়তাকারী সমান অপরাধে অপরাধী। গণধিকার পরিষদের ওপর যে হামলা করা হয়েছে এটি নৃশংস পরিকল্পনা।
তিনি আরও বলেন, শহীদের রক্ত এখনও শুকায়নি, এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শত শত জুলাই যোদ্ধা। আর এ অবস্থায় কীভাবে এমন ঘটনা ঘটে প্রশাসনের কাছে জানতে চাই।
হামিদুর রহমান বলেন, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার সেটি ভুলে গেলে চলবে না। স্বৈরাচারের পথেই যদি আপনারা হাটেন তাহলে পরিণতি একই হবে।
আপনারা কতটুকু সুস্থ নির্বাচন করবেন তার মহড়া গতকালকে দেশবাসী দেখেছে। নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত তার প্রমাণ গতকালকে দেখে ফেলেছি। নুরুল হক নুরুর ওপরে হামলার ফলে নির্বাচনকে বিতর্কিত করতে চাচ্ছে। এ ধরনের ফ্যাসিবাদী দোসরদের প্রশাসনে রেখে সুস্থ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই যোদ্ধা নুরুল হক আহত থাকবে, আর আমরা ঘরে বসে থাকবো এটা হবে না।
তিনি বলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে সব সময় সোচ্চার কণ্ঠ ছিলেন নুরুল হক নুরু। তার উপর হামলা করে আপনারা দায়িত্ব পালনের সীমালঙ্ঘন করেছেন। জাতি আপনাদের ক্ষমা করবেনা।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আছেন। ৭১-এর কথা বলে সন্ত্রাসী খুনিদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।
টিএ/আরআইএস