ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জাতীয় যুবশক্তির সদস্য সংগ্রহ অভিযান শুরু, সংবাদ সম্মেলন রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, আগস্ট ৩০, ২০২৫
জাতীয় যুবশক্তির সদস্য সংগ্রহ অভিযান শুরু, সংবাদ সম্মেলন রোববার

সারাদেশব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাতীয় যুবশক্তি। এ কার্যক্রমের উদ্দেশ্য, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরতে আগামীকাল রোববার (৩১ আগস্ট) বিকেল ৪টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জাতীয় যুবশক্তি জানিয়েছে, সাংবাদিকদের উপস্থিতি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের প্রশ্ন ও মতামত এ কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও সময়োপযোগী করতে ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় রূপায়ন টাওয়ারের দ্বিতীয় তলায়।

এনডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।