ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী কায়দায় হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি দেশের মানুষ আর প্রশ্রয় দেবে না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ অর্জন করেছি, সেই বাংলাদেশে নতুন করে স্বৈরতন্ত্র আমরা সৃষ্টি হতে দেব না।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ১৯তম দিন শনিবার (১৯ জুলাই) সিলেট জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্টে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।
জাগপা নেতারা বলেন, ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে পাখির মতো গুলি করে দেশের মানুষকে হত্যা করেছিল খুনি হাসিনা। দেশের মানুষ থেমে যাই নাই। ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগ এবং দিল্লির বিরুদ্ধে জয়লাভ করেছে। আজ সিলেটের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমরা জাগপা নেতারা শপথ নিলাম। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনকে রুখে দিব, শেখ পরিবার ও আওয়ামী লীগের অপরাজনীতি নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, যুব জাগপা সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, সিলেট মহানগর সাধারণ সম্পাদক শাজাহান মো. লিটন, সিলেট জাগপা নেতা মো. পি আর আহমেদ, আব্দুল আল মামুন প্রমুখ।
টিএ/আরআইএস