ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা।
সোমবার (২৬ মে) দুপুরে নগর ভবনের ভেতরে ‘অবস্থান কর্মসূচি’ থেকে এ ঘোষণা দেন কর্মসূচির প্রধান সমন্বয়কারী ও সাবেক সচিব মশিউর রহমান।
তিনি বলেন, আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম, যার ২৪ ঘণ্টা শেষ হয়েছে। কিন্তু এখনো দাবি মানা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হলে আমরা কঠোর থেকে আরও কঠিন আন্দোলনে যাব। ঢাকাবাসী আন্দোলনের মাধ্যমেই তাকে মেয়রের চেয়ারে বসাবে।
তিনি আরও জানান, অবস্থান কর্মসূচি চললেও সরাসরি নাগরিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রম চালু থাকবে। এই বিভাগের পরিচ্ছন্নতাকর্মীরা তাদের মালামাল নিতে পারবেন এবং সিটি করপোরেশনের জরুরি সেবাগুলো অব্যাহত থাকবে।
বেলা ১১টা থেকে নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের সমর্থক ও ডিএসসিসির শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। বিক্ষোভের কারণে নগর ভবনের সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে যায়।
ফলে ভোগান্তিতে পড়েন দূরদূরান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীরা। অনেকেই সেবা না পেয়ে নিরুপায় হয়ে ফিরে যান।
এই আন্দোলন শুরু হয় ১৪ মে থেকে। টানা ১৩ দিন ধরে চলে আন্দোলন। মাঝে দাবি পূরণের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এরপর আবার আন্দোলন শুরু হলো।
ডিএইচবি/আরএইচ