ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলন বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, মে ২২, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলন বিকেলে

ঢাকা: চলমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে দলের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার (২২ মে) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপির স্থায়ী কমিটি।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এতে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত স্থায়ী কমিটির একাধিক বৈঠকের সিদ্ধান্ত এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তাদের আনুষ্ঠানিক বক্তব্য জানাবে এ সংবাদ সম্মেলনে।

ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ