ঢাকা: চলমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে দলের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার (২২ মে) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপির স্থায়ী কমিটি।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত স্থায়ী কমিটির একাধিক বৈঠকের সিদ্ধান্ত এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তাদের আনুষ্ঠানিক বক্তব্য জানাবে এ সংবাদ সম্মেলনে।
ইএসএস/জেএইচ