ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছেন।
সোমবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধম্যে তিনি জরুরি নির্দেশনাটি দেন।
মির্জা ফখরুল জানান, কাতার আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার (মে ৬) সকাল সাড়ে ১০টায় দেশে ফিরবেন।
একই সময়ে দেশব্যাপী এসএসসি পরীক্ষার্থীরা তাদের পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য রাস্তায় বের হবেন। এই প্রেক্ষাপটে, মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন তারা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে কোনো প্রকার ভিড় না করেন এবং ফুটপাত থেকে সড়কে নেমে না আসেন।
পাশাপাশি, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছেন যেন এই সময়ে সড়কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের কেন্দ্রে পৌঁছাতে পারে।
বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে দেশের বাইরে ছিলেন। তার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেলেও এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এই নির্দেশনা জারি করা হয়েছে।
মির্জা ফখরুল তার বার্তায় সকলের সহযোগিতা কামনা করেছেন যাতে বেগম জিয়ার আগমন এবং এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
ইএসএস/এসএএইচ