ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৯, মার্চ ২৪, ২০২৫
এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাতে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা এলাকায় বিএনপি নেতাকর্মীরা এ হামলা করেছেন বলে আব্দুল হান্নান মাসউদের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশে অতর্কিত হামলা। এতে আব্দুল হান্নান মাসউদ ভাইসহ ৫০ এর অধিক নেতাকর্মী গুরুতর আহত।

এর আগে এদিন সন্ধ্যায় একই আইডিতে একটি লাইভ প্রচার করা হয়। যার বর্ণনায় বলা হয়, হান্নান মাসউদ ভাইয়ের নেতৃত্বে চাঁদাবাজমুক্ত জাহাজমারাতে স্বাধীন মিছিল।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।