ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

নিষ্ক্রীয় মহাজোটকে সক্রিয় করার আহবান জানালেন ইনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

ঢাকা : একলা চলার নীতি ছেড়ে নিষ্ক্রীয় মহাজোটকে সক্রিয় করার আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।

রোববার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে জাসদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।



তিনি বলেন ‘এ সরকার মহাজোটের সরকার তাই ১৪ দল ও মহাজোটের ঐক্যকে কাজে লাগাতে হবে। ’

তিনি আরও বলেন, ‘মহাজোট সরকারের ২ বছরের শাসনের মাথায় দেশ আজ ঐতিহাসিক বাঁক পরিবর্তনের মুখে। যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে, ৫ম সংশোধনী বাতিল হয়েছে এবং সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে। ’

২০১৪ সালের নির্বাচনকে অগ্নিপরীক্ষা বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পরীক্ষায় পাশ করতে হলে সরকারকে যুদ্ধাপরাধীদের বিচার, বাজার নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ’

টেন্ডারবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদেরকে ঝেড়ে ফেলার আহবান জানিয়ে তিনি বলেন, ‘বাকি ৩ বছরের মধ্যেই এসব কাজ করতে হবে আর এজন্য জাসদ সরকারের সঙ্গে  আছে। ’

এছাড়া আগামী তিন বছর বিএনপি-জামায়াতের পাল্টা আঘাত, ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত থাকতে জাসদ কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

জাসদের কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদল বলেন, ‘জাসদ মেহনতি মানুষের দল, গরীব মানুষের দল। কিন্তু দুঃখের বিষয় সরকারের গত দুই বছরের এজেন্ডায় সবই আছে, শুধু গরীব মানুষ নেই। ’

জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, ‘৭২-এর সংবিধানের মূলনীতি বাস্তবায়ন হওয়ায় রাজনীতিতে দিন বদল শুরু হয়েছে। ’

তিনি বলেন, ‘দিন বদলের এ ধারায় জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীর বিচার হবে দেশবাসী এ আশাই করছে। ’

হাসানুল হক ইনুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য অ্যাড. শাহ জিকরুল আহমেদ, মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. খালেক, বাংলাদেশ শ্রমিক জোট সভাপতি শিরীন আক্তার, বাংলাদেশ কৃষক জোট সভাপতি ইকবাল হোসেন খান প্রমুখ।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি পল্টন, বায়তুল মোকাররম ঘুরে মুক্তাঙ্গনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময় : ২০৫২, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।