ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে বাড়িতে আত্মগোপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে বাড়িতে আত্মগোপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর বেষ্টিত উপজেলা অষ্টগ্রামে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব আহমেদ হেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মধুরহাটি এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত রাজিব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি রাজিব আহমেদ হেলু। এসব মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে তোলা একটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে রাজিব লিখেন, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’। সবাইকে বিদেশে চলে গেছেন বোঝালেও মূলত বাড়িতেই আত্মগোপনে ছিলেন তিনি।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মধুরহাটি এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রাজিব আহমেদ হেলুর নামে নাশকতাসহ তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।