ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালের সাবেক তিন এমপিসহ বিএনপির ১২৫ নেতাকর্মী খালাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
বরিশালের সাবেক তিন এমপিসহ বিএনপির ১২৫ নেতাকর্মী খালাস বিএনপির সাবেক তিন এমপি মজিবর রহমান সরোয়ার (বামে), আবুল হোসেন খান (মাঝে), মেজবা উদ্দিন ফরহাদ (ডানে)

বরিশাল: অবরোধ কর্মসূচি পালনে সড়ক অবরোধ ও যানবাহনে হামলা ভাংচুরের অভিযোগে পুলিশের করা মামলায় বিএনপির ১২৫ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরি এ রায় দেন বলে বেঞ্চ সহকারী মো. আরামান হোসেন জানিয়েছেন।

খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, এক নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের মশিউর রহমান মঞ্জু, মোমেন সিকদার, মাসুদ হাসান মামুন, নুরুল আমিন, কামরুল ইসলাম রতন, শাহে আলম মেম্বার রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

তাদের মধ্যে মজিবর রহমান সরোয়ার, মেজবা উদ্দিন ফরহাদ ও আবুল হোসেন খান সংসদ সদস্য ছিলেন।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী জানান, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহ্বানে ২০১৩ সালের ২৭ নভেম্বর অবরোধের সমর্থনে নগরীর কাশিপুর সুরভি পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় থ্রি-হুইলার ও অটোরিকশা ভাংচুরসহ মহাসড়কে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে। তখন তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন। থানার এসআই নুরুল আলম তালুকদার ২০১৪ সালের ৩১ অক্টোবর ১২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না হওয়ায় সকলকে খালাস দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।