ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

একটি দলের অগণতান্ত্রিক আচরণে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে: নজরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
একটি দলের অগণতান্ত্রিক আচরণে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে: নজরুল

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘একটি রাজনৈতিক দলের অগণতান্ত্রিক আচরণের কারণে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। ’

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে কটাক্ষ করার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গণে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।



নজরুল ইসলাম খান বলেন, ‘যারা বিএনপি মহাসচিব খোন্দকার দোলোয়ার হোসেনকে কটাক্ষ করছেন, দেলোয়ার যখন রাজনীতি শুরু করেন তখন ওই সব নেতার জন্মই হয়নি। তারা কিভাবে দোলোয়ার হোসেনের সমালোচনা করেন?’

তিনি বলেন, ‘যেসব নেতার মুখে ভালো কথা আসে না, তাদের মুখ বন্ধ রাখাই উচিত। ’

আগামীতে জনগণের শাসন কায়েমের জন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। ’

তিনি বলেন, ‘সরকারের অর্থমন্ত্রী যখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বলেন, তখন এ সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে পদত্যাগ করা। ’

মির্জা ফখরুল আরো বলেন, ‘খালেদার বাড়ি কারো একার নয়। এটি ১৫ কোটি মানুষের বাড়ি। এই বাড়ি কেউ যদি কেড়ে নিতে চায় তাহলে জনগণ রক্ত দিয়ে হলেও তা রক্ষা করবে। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।