ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আ. লীগের অরাজকতা আফ্রিকার জঙ্গলের অসভ্যতাকেও হার মানিয়েছে: মঈন খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
আ. লীগের অরাজকতা আফ্রিকার জঙ্গলের অসভ্যতাকেও হার মানিয়েছে: মঈন খান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার পর যে ভুল করেছিল তার জন্য তাদের মাশুল দিতে হয়েছে। এবার ক্ষমতায় এসে যে ভুল করছে তার খেসারত তাদেরও দিতে হবে, দিকে হবে আওয়ামীলীগকেও।



মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী নাগরিক সংসদ ‘খালেদা জিয়ার বাড়ি নিয়ে ষড়যন্ত্র এবং নাটোর ও সিরাজগঞ্জে হত্যাকা-ের বিষয়ে দেশপ্রেমিক নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

ড. মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ এমন এটি দল, যারা সবসময় হীনমন্যতায় ভোগে। তারা ক্ষমতায় আসার পর দেশে খুন, রাহাজানি, লুটপাট, চাঁদাবাজিসহ অরাজক অবস্থার সৃষ্টি করেছে তা আফ্রিকার জঙ্গলের অসভ্যতাকেও হার মানিয়েছে। ’

তিনি বলেন, ‘আজ এ সরকার সঠিক ইতিহাস তৈরির জন্য কোটি কোটি টাকা খরচ করছে। এ ইতিহাস তাদের মনগড়া। সময় হলে এ ইতিহাসই বলে দেবে কখন সঠিক ইতিহাস তৈরি করতে হবে। ’

সাবেক এ মন্ত্রী আরও বলেন, ‘আপনারা খালেদা জিয়াকে তার বাড়ি থেকে জোর করে উচ্ছেদ করতে চান। আপনাদের এ অপচেষ্টা সুফল বয়ে আনবে না। সামনে সময় আসছে আপরাদেরকে সব অপকর্ম ও অন্যায়ের জবাব দিতে হবে। ’

নাগরিক সংসদের উপদেষ্টা খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক এমপি, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলনেত্রী শ্যামা ওবায়েদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৬১ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।