ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ক্ষমতা পরিবর্তনের পর সব স্থাপনা জিয়ার নামে হবে: আমিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
ক্ষমতা পরিবর্তনের পর সব স্থাপনা জিয়ার নামে হবে: আমিনী

ঢাকা: ইসলামী ঐক্যজেটের (একাংশের) চেয়ারম্যান ফজলুল হক আমিনী বলেছেন, ‘খালেদা বা এরশাদের সরকার কায়েম করতে চাই না। আমরা চাই ইসলামের সরকার কায়েম করতে।

তবে নানা কারণে আমরা বিএনপির সঙ্গে আছি। ’

তিনি বলেন, ‘আজ যখন সব স্থাপনা  শেখ মুজিবের নামে হয়ে গেছে। ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব স্থাপনা জিয়ার নামে হয়ে যাবে। ’

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসকাব মিলনায়তনে ‘সংকটে ইসলাম ও দেশ: উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।

আমিনী বলেন, ‘ দেশের সব দলের রাজনৈতিক স্লোগান হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের কাছে দেশের চেয়ে ইসলাম বড়। ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। ’

সরকারকে সাবধান করে দিয়ে তিনি বলেন, ‘এখন আমরা চারদলে আছি, তাই খালেদা জিয়ার বাড়ি নিয়ে বাড়াবাড়ি করবেন না। ক্ষমতা চিরদিনের জন্য নয়। ক্ষমতা হাতছাড়া হলে আপনার বাড়ি নিয়েও বাড়াবাড়ি করা হবে। ’

খেলাফত মজলিশের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, ‘ইসলাম ও মুসলামানদের বিরোধিতা করাই আওয়ামী লীগের কাজ। তাদের শেকড় হচ্ছে ভারতে। ভারতকে খুশি করতে তারা যে কোনো কাজ করতে পারে। ’

আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মো. আবদুল করিম খান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফয়জুল্লাহ, মজলিশে শুরার সদস্য যোবায়ের আহমদ, আহমদ আলী, নির্বাহী সদস্য মো. শওকত আমীন, ইসলামী ঐকজোট ঢাকা মহানগর সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক শেখ লোকমান হোসেন, নেজামে ইসলাম পার্টির অর্থ সম্পাদক এহতেশাম সারোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।