ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সংসদে সংরক্ষিত আসন নারীর প্রতি বৈষম্য: ডেপুটি স্পিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
সংসদে সংরক্ষিত আসন নারীর প্রতি বৈষম্য: ডেপুটি স্পিকার

ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, জাতীয় সংসদের সংরতি আসন নারীর প্রতি এক প্রকারের বৈষম্য। যতদিন জাতীয় সংসদে সংরতি আসনের বিধান থাকবে ততোদিন বাংলাদেশে নারী নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হবে।

এদেশের নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে সরাসরি নির্বাচনে অংশ নিতে হবে। ’
 
বুধবার ঢাকাস্থ এলজিইডি মিলনায়তনে ‘এমপাওয়ারমেন্ট অব ওমেন এমডিজি-৩: প্রটেকশন অব ওমেন এগেইনস্ট ভায়োলেন্স’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিন এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘নারীদের সকল েেত্র বিচরণের সুযোগ করে দিতে হবে। তবে নারীদের নিজেদের নিজেই গঠন করতে হবে। তাদের প্রদত্ত সুযোগ তাদেরকেই কাজে লাগাতে হবে। ’

এ সময় নারীর কল্যাণে জাতীয় সংসদে নতুন নতুন বিল আনার জন্য নারী সংসদ সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

ডেপুটি স্পিকার আরো বলেন, ‘আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। তবে তার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ আইনের প্রয়োগ। সঠিকভাবে আইন প্রয়োগ হচ্ছে না। ’

কর্মশালায় ‘ধারণাপত্র’ উপস্থাপন করেন পারটিসিপেটরি ডেভেলপমেন্ট অ্যাকশন প্রোগ্রাম এর নির্বাহী পরিচালক কাজী বেবী।

কর্মশালায় অন্যদের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহামন এমপি, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত চিফ আর্কিটেক্ট সেলিনা আফরোজা, এলজিইডি’র ইউপিপিআরপি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ প্রমুখ মতামত উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।