ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যত বাধাই আসুক বিএনপি দেশকে পুতুল রাষ্ট্র বানাতে দেবে না: খালেদা জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
যত বাধাই আসুক বিএনপি দেশকে পুতুল রাষ্ট্র বানাতে দেবে না: খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘যত বাধাই আসুক বিএনপি বাংলাদেশকে পুতুল রাষ্ট্র বানাতে দেবে না। দেশের জন্য আমরা আগেও রক্ত দিয়েছি, এখনও দিচ্ছি, প্রয়োজনে আরও দেবো।



তিনি বলেন, ‘তারা (বর্তমান সরকার) বিদেশি প্রভূদের খুশি করে ক্ষমতায় থাকতে চায়। বিএনপি এ দেশের মাটি ও মানুষের দল, জনগণের দল। এ জনগণকে সঙ্গে নিয়েই এ চাঁদাবাজ, লুটপাটকারীদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। ’

সিরাজগঞ্জে ছাত্রদলের সমাবেশ চলাকালে ট্রেন দুর্ঘটনায় নিহত সাতজনের পরিবারের সদস্য এবং ১৫ মেধাবি শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদল এর আয়োজন করে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় নিহত সাতজনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা বাবদ এক লাখ টাকা করে দেওয়া হয়। এছাড়া গরিব ও মেধাবি ১৫ শিক্ষার্থীর হাতেও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বাজিকর এ সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। যত বাধাই আসুক আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে যাব। ’

তিনি বলেন, ‘তারা আজীবন ক্ষমতায় থাকার জন্য প্রভূদের যা দেওয়ার তা দিয়ে ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করতে চায়। বিএনপি জনগণের দল। জনগণ আমাদের সঙ্গে আছে। তাই বিএনপিকে ধ্বংস করা যাবে না। ’

তিনি বলেন, ‘বিএনপি যেখানেই কর্মসূচি দেয় সেখানেই আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়। আর তা না হলে ১৪৪ ধারা জারি করে আমাদের কর্মসূচি পালনে বাধা দিচ্ছে। ’

বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের সব নাগরিককে এ সরকারের পতনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ দেশ জনগণের, কোনো দলের না। এ দেশ আজ চাঁদাবাজদের হাতে বন্দি হয়ে পড়েছে। এ থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ দেশকে রক্ষা করতে হবে। ’

খালেদা জিয়া বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর শুধু মানুষ খুন, মিথ্যা মামলা দিয়ে বিরোধীদলকে হয়রানি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছাড়া আর কিছুই করতে পারেনি। ’

তিনি বলেন, ‘সারাদেশেই আজ সঙ্কট বিরাজ করছে। সাধারণ মানুষ অতীষ্ঠ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিরাজগঞ্জের বিএনপিদলীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে নাজির উদ্দিন জেহাদ দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত গণজমায়েত চলাকালে ট্রেনের কাটা পড়ে সাত বিএনপিকর্মী নিহত হন। ওই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad