ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপি নেতাদের ইন্ধনেই সেনা ক্যাম্পে হামলা হয়েছে: হানিফ

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
বিএনপি নেতাদের ইন্ধনেই সেনা ক্যাম্পে হামলা হয়েছে: হানিফ

ঢাকা: বিএনপি নেতাদের ইন্ধনেই রূপগঞ্জের সেনা ক্যাম্পে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।



তিনি অভিযোগ করে বলেন, সরকার ও জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানোর জন্যই এটা করা হয়েছে।

হানিফ বলেন, ‘ক্যান্টনমেন্ট বোর্ড যখন বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে তখন থেকেই খালেদা জিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ’
 
রূপগঞ্জের ঘটনাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে ঘটনার আগের রাতে স্থানীয় বিএনপি নেতা জয়নাল মেম্বারের বাড়িতে বিএনপি, যুবদল নেতা-কর্মীরা বৈঠক করে। পর দিন তিন-চার হাজার লোক হামলা চালায়। তাদের হাতে একই ধরনের লাঠি এবং গায়ে একই ধরনের গেঞ্জি ছিল। ’

এ ঘটনার পেছনে বিএনপি নেতাদের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন হানিফ।

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ারের অভিযোগ বিষয়ে হানিফ বলেন, ‘এটা নির্জলা মিথ্যা। আওয়ামী লীগ কখনই সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। আওয়ামী লীগের দ্বারা কখনও সেনাবাহিনীর কোনও ক্ষতি হয়নি। এটা আওয়ামী লীগের ঐতিহ্য নয়। বরং জিয়াউর রহমানই সেনাবাহিনীর সদস্যদের হত্যা করেছিল। ’

হানিফ বলেন, আবাসন প্রকল্পের জন্য সেনাবাহিনী সেখানে জমি কিনছে। আমরা জেনেছি তারা বাজার দরেই জমি কিনছে। এ প্রকল্পের জন্য তাদের ৫ হাজার বিঘা জমির প্রয়োজন। সেখানে আছে এক লাখ ৫০ হাজার বিঘা। জনগণের ধারণা ছিল, হয়তো তারা এ পুরো জমিই নিয়ে নেবে। এ নিয়ে একটা ভুল বোঝাবুঝি চলছিল।

সাবেক সেনাপ্রধান কেএম শফিউল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা বৈঠক করে এ ভুল বোঝাবুঝি শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছিলেন বলে জানান হানিফ।

তিনি বলেন, ‘শুক্রবারে এ বিষয়ে লিফলেটও ছাড়া হয়েছিল। কিন্তু শুক্রবার রাতে বিএনপি নেতা জয়নাল মেম্বারের বাড়িতে বৈঠক করে বিএনপি পরিকল্পিতভাবে এ ঘটনার উস্কানি দিয়েছে। ’

সেইসঙ্গে অন্যান্য হাউজিং কোম্পানিও ইন্ধন যোগাতে পারে বলে জানান হানিফ।

তিনি বলেন, ‘এ প্রকল্পের পাশে হাউজিং কোম্পানিগুলোও জমি কিনেছে। এ ঘটনায় তাদেরও ইন্ধন থাকতে পারে। ’

বিএনপির তদন্তের দাবি প্রসঙ্গে হানিফ বলেন, ‘তদন্ত হবে, নিরপেক্ষ তদন্ত হবে। যারা রাষ্ট্র ও সরকারের দায়িত্বে থাকে কোনও ঘটনা ঘটলে তারা বিচার বিভাগীয় তদন্ত করে। ’

সিরাজগঞ্জের ঘটনারও তদন্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তদন্তে বেরিয়ে এসেছে ওই ঘটনায় বিএনপির গাফিলতি ও অনেকটাই ষড়যন্ত্র রয়েছে। তখন তারা তড়িঘড়ি করে নিজেরাও একটি তদন্ত করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এখানেও হয়তো সে চষ্টা হতে পারে। ’

বাংলাদেশ সময়: ২১১৬, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।