ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের তল্লাশি দুরভিসন্ধিমূলক: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

ঢাকা: দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনাকে দুরভিসন্ধিমূলক বলে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার দলটির প্রচার বিভাগের সম্পাদক অধ্যাপক তাসনীম আলম সাক্ষরিত এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এ অভিযোগ করেন।



বিবৃতিতে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘তল্লাশি চালিয়ে কোনো কিছু না পাওয়াই প্রমাণ করে সরকার জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ন ও হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই বারবার পুলিশ দিয়ে জামায়াত অফিসে তল্লাশি চালাচ্ছে। ’

কোনো গণতান্ত্রিক সভ্য দেশে এ ধরনের আচরণ কল্পনা করা যায় না মন্তব্য করে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরকার যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ তল্লাশি চালানো হয়। ’

তল্লাশির ঘটনাকে গণতন্ত্র, আইনের শাসন ও সুস্থ রাজনীতির পরিপন্থী আখ্যায়িত করে এর নিন্দা জানানো হয় ওই বিবৃতিতে।

সোমবার দুপুরে মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। এর আগে গত আগস্ট মাসে একই স্থানে দুই বার তল্লাশি চালানো হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর, ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।