ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জি এম কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, ডিসেম্বর ১৭, ২০২৩
ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জি এম কাদের

ঢাকা: ঢাকা- ১৭ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জাপার দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এম এ রাজ্জাক খান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রংপুর-৩ আসনে তিনি নির্বাচন করবেন। এজন্য ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এদিকে ঢাকা-১৩ ও ঢাকা-১৪ আসন থেকেও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে জাপা। এ দুই আসনে নির্বাচন করার কথা ছিল জাপার সভাপতিমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম সেন্টুর।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।