ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাস ও মিথ্যাচার ছেড়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, নভেম্বর ৪, ২০২৩
সন্ত্রাস ও মিথ্যাচার ছেড়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর  কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

সিলেট: সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বিএনপিকে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন তিনি।


 
শনিবার (০৪ নভেম্বর) সিলেট নগরের আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশের কথা বলে পুলিশ হত্যা করেছে বিএনপি। সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি। এজন্য তাদের প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কার করা উচিত।

বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

 এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে ‘ওই লোক তাদের কেউ না’। আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে, দেশের আইনেও তার বিচার হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।