ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মধ্যরাতে নূরের বাসায় তল্লাশি, ছাত্র অধিকারের সভাপতিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, আগস্ট ২, ২০২৩
মধ্যরাতে নূরের বাসায় তল্লাশি, ছাত্র অধিকারের সভাপতিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ইয়ামিন মোল্লা

ঢাকা: ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে ডিবি পুলিশ কর্তৃক তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব।

বাংলানিউজকে তিনি বলেন, 
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসায় রাত ২ টায় ডিবি অভিযান চালায়। দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়।

ডিবি চলে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায়। এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যান।  

এর আগে রাত ৮টায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল মোল্লাকেও তুলে নিয়ে যান সাদা পোশাকের ডিবি সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এসকেবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ