ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকে আস্থা রাখে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, ডিসেম্বর ২৮, ২০২২
‘দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকে আস্থা রাখে’

ঢাকা: বিশাল ব্যবধানে পর পর দুইবার রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, আবারো প্রমাণ হলো, দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকের ওপর আস্থা রাখে।

বুধবার (২৮ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় নির্বাচিত সকল কাউন্সিলরকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, আবারও প্রমাণ হলো, দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকের ওপর আস্থা রাখে। প্রতিটি আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হবে গণমানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে লাঙ্গল। জাতীয় পার্টি আর লাঙ্গল প্রতীকের ওপর আস্থা ও ভালোবাসাই পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি যোগাচ্ছে।

টানা দ্বিতীয়বারের মতো রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।