ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জামায়াতে ইসলামীর গণমিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, ডিসেম্বর ২৪, ২০২২
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জামায়াতে ইসলামীর গণমিছিল 

নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মুক্তিসহ ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল করেছে দলটির নেতাকর্মীরা।  

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ বিক্ষোভ মিছিল করেছে তারা।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের নাম প্রকাশ না করে দলীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের নেতৃত্বে মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে লিংক রোডের ফতুল্লা খান সাহেব ওসমান আলী ষ্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল শুরু হয়। তা শিবু মার্কেট বাস স্ট্যান্ডের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার গণআন্দোলনে ভীত হয়ে পতন আতঙ্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। ১০ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণার পর তাদের মধ্যে হৃদস্পন্দন বেড়ে গেছে। বক্তারা অবিলম্বে জামায়াত আমিরের নিঃশর্ত মুক্তি দাবি করেন।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।