ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

মেধার সঙ্গে চাই দেশপ্রেম-মনন: কবি সম্মেলনে তথ্যমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
মেধার সঙ্গে চাই দেশপ্রেম-মনন: কবি সম্মেলনে তথ্যমন্ত্রী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ছবি: সংগৃহীত

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানবিক উৎকর্ষের জন্য মেধার সঙ্গে চাই দেশপ্রেম ও মনন। তবেই তা সকলের জন্য কল্যাণ বয়ে আনবে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে কবি সংগঠন ‘কথক’ আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল পোয়েট সামিটের প্রধান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সম্মেলনে দেশি-বিদেশি কবিদের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে কবিতাকে জীবনের নির্যাস ও স্বপ্নদ্রষ্টা বলে অভিহিত করেন মন্ত্রী।

তিনি বলেন, কবিতা আমাদের মননশীল মানুষ হিসেবে গড়ে উঠতে শেখায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু তার বক্তৃতায় প্রায়ই কবিতার পঙক্তি উদ্ধৃত করতেন। কাব্যপ্রেমী ছিলেন তিনি।

মন্ত্রী নিজেও ছোটবেলায় কবিতা লেখার কথা স্মরণ করেন তখন।

বাংলাদেশসহ ইরাক, উরুগুয়ে, কঙ্গো, চীন, মালয়েশিয়া, যুক্তরাজ্যের কবিদের তিনদিনের এ সম্মেলন পরিচালনা করছেন ভালোবাসার কবি হিসেবে খ্যাত কবি আমিনুর রহমান।

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে অতিথিরা আমিনুর রহমান সম্পাদিত ‘বিশ্বসেরা সমকালীন কবিদের কবিতা’সহ তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। পরে দেশি-বিদেশি ১৫ জন কবির হাতে কথক সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী।   

এ দেশের কবি আসাদ চৌধুরী, হায়াত সাইফ, মুহম্মদ নূরুল হুদা,  জাহিদুল হক প্রমুখ সম্মেলনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ