ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কবিতা

বরষার পদাবলি

বৃষ্টিবিহীন | উজান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বৃষ্টিবিহীন | উজান

বৃষ্টিবিহীন
নিঃশব্দের উপর নিঃশব্দ জমতে জমতে একটা মেঘলা দিন ফুটে ওঠে -
এইসব দিনে সোঁদলা বাতাস মাথায় করে
আমি তোমার প্রেমিককে হেঁটে যেতে দেখেছি আকাশের দিকে....

সে তোমার বর নয়,
কেবলই প্রেমিক বলে,
ঘরের স্বপ্নের চেয়ে উপরে  উঠে যায় তার ডানা,
তোমার না পেরতে পারা সীমানা
নিঃশব্দের চেয়ে বেশী উত্তেজিত করতে পারেনা তাকে

নিঃশব্দ জমাতে ভালবাসে বলেই ছেলেটির নাম আকাশ

সীমানা আর অসীমের ভিতর একটি মেঘলা দিন শুয়ে থাকে হাওয়ার ব্যবধানে...
আর তোমার শিশুসন্তানকে তুমি আজও শেখাতে পারো না
কিভাবে মেঘেরা আকাশে উঠে যায়

নিঃশব্দের উপর নিঃশব্দ জমতে জমতে একটা মেঘলা দিন ফুটে ওঠে -
এইসব দিনে তোমার প্রেমিককে আমি হেঁটে যেতে দেখেছি মাটির ভিতরের ঘরে,
একা!

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ