ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

অন্যান্য দল

সিপিবির কাউন্সিল পরিচালনায় সাত সদস্যের সভাপতিমণ্ডলী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, অক্টোবর ২৯, ২০১৬
 সিপিবির কাউন্সিল পরিচালনায় সাত সদস্যের সভাপতিমণ্ডলী ছবি: দেলোয়ার হোসেন বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চার দিনব্যাপী কংগ্রেসের দ্বিতীয় দিনে শনিবার (২৯ অক্টোবর) চলছে কাউন্সিল অধিবেশন। কাউন্সিল পরিচালনা করবেন সাত সদস্যের সভাপতিমণ্ডলী।

সকাল পৌনে ১০টায় মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এ কাউন্সিল অধিবেশন শুরু হয়।

রুদ্ধদ্বার এ অধিবেশনে কাউন্সিল পরিচালনার জন্য ৭ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়েছে। এ সভাপতিমণ্ডলী তিনদিনের কাউন্সিল অধিবেশন পরিচালনা করবেন।

এরপর সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সৈয়দ আবু জাফর আহমেদ।

দুপুরে বক্তব্য দেন বিদেশি অতিথিরা। কংগ্রেসে আমন্ত্রিত অতিথি হিসেবে আসা ১২ দেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের প্রধানরা শুভেচ্ছা বক্তব্য দেন।

এখন দুপুরের খাবার বিরতি চলছে। বিরতির পর শুরু হবে সাধারণ সম্পাদকের রিপোর্টের ওপর আলোচনা।

এ অধিবেশনে গঠনতন্ত্র সংশোধনী বাছাই কমিটি গঠন করা হবে।

সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির একাদশ কংগ্রেসের উদ্বোধন করা হয়। কাউন্সিলের শেষ দিন সোমবার (৩১ অক্টোবর) নতুন কমিটি নির্বাচন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ