ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

মুক্তমত

যদি ভাবো মরিচ তুমি | অমিয় দত্ত ভৌমিক

ছড়া/মুক্তমত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, জানুয়ারি ২৫, ২০১৫
যদি ভাবো মরিচ তুমি | অমিয় দত্ত ভৌমিক

দেশ নিয়ে ভাবছো কেন
তোমার কী দরকার।
ভাবার জন্যে আছেইতো
বিরোধীদল সরকার।



তুমি আমি আমজনতা
রাজা ভাবলে কি চলবে।
যারা মানে রাজার নীতি
তারা তাহলে কী বলবে।

শুনবে বেশি বলবে কম
নো কমেন্টস কোথাও।
গ্যাড়াকলে পড়ে গেলে
জুটতে পারে জুতাও।

মিথ্যে হোক আর সত্য হোক
রাজনীতির এটা বাক্য।
ভুলেও যেন দিতে না যাও
ওসব কথার সাক্ষ্য।

চশমা পরো সান-গ্লাস পরো
দেখতে হবে ফর্সা।
মনে রেখো রাজনীতিতে
নেই কারো ভরসা।

যদি ভাবো মরিচ তুমি
এটাই হবে উত্তম।
ঘষুক পিষুক নেই পরোয়া
থাকলেই হলো দম।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।