ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

মুক্তমত

সোশ্যাল মিডিয়ায় এগিয়ে আছেন ওবামা

শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক, স্বপ্নযাত্রা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, অক্টোবর ২৭, ২০১২
সোশ্যাল মিডিয়ায় এগিয়ে আছেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারনায় সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। সূত্রমতে চলতি সপ্তাহে ওবামার ফ্যান পেইজে লাইক পড়েছে এক মিলিয়নেরও বেশি।



ফেসবুকে ওবামার জনপ্রিয়তা যাচাই করার জন্য সবসময় নজর রাখছেন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরাও। এদের অনেকেই বলতে চাচ্ছেন ওবামা গোপনে বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুকে লাইক আদায় করছেন।

কিন্তু অনেকেই এমন বক্তব্য উড়িয়ে দিয়ে বলছেন, জনপ্রিয়তা পাওয়ার জন্য ওবামার মোটেও বিজ্ঞাপনের প্রয়োজন পড়বে না। তাকে যারা পছন্দ করেন কিংবা সমর্থন করেন তারা নিজ উদ্যোগেই ওবামাকে সোশ্যাল মিডিয়াতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ অ্যালান রোজব্লাট বলেছেন, ফেসবুকের জনপ্রিয়তা দেখেই মোটেই প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা এগিয়ে আছে বলে মনে করার কোনো কারণ নেই।    

অ্যালান আরও বলেন, ওবামার ভক্তরা তাদের বন্ধুদের ‘পুশ লাইক’  করাচ্ছেন। তার ভক্তরাই তাকে প্রমোট করছে।

যার অর্থ হলো-  আমার একজন বন্ধু আমাকে ওবামার পেইজে লাইক দিতে অনুরোধ করলো। আমি করলাম।

অ্যালানের ধারণা উড়িয়ে দিয়ে ওবামার ভক্তরাই বলেছেন, সোশ্যাল মিডিয়াতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা সবচেয়ে সক্রিয় ব্যক্তি। সুতরাং সোশ্যাল মিডিয়াতে তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই আসতে পারে না।

ওবামা বিভিন্ন সময়ে টুইটারে বার্তা দিয়ে তার ভক্তদের নাড়া দিয়েছেন। ফেসবুকের উপস্থিতিও নতুন ভোটারদের উদ্বুদ্ধ করবে বলে আশা করছেন অনেকেই।

উল্লেখ্য, ওবামার বর্তমানে ফেসবুক লাইক সংখ্যা ৩০ দশমিক ৬ মিলিয়ন। অন্যদিকে তার প্রতিদ্বন্দি প্রার্থী রমনির লাইক সংখ্যা মাত্র ৮.৮ মিলিয়ন।

টুইটারে ওবামার বার্তার দিকে নজর রাখেন ২০.৭ মিলিয়ন ব্যবহারকারী। অন্যদিকে রমনির রয়েছে ১.৩ মিলিয়ন ফলোয়ার।

বাংলাদেশ সময় : ১২২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।