ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অপার মহিমার রমজান

রমজান-০৫

কর্ডোভা মসজিদের নির্মাতা আবদুর রহমানের জন্ম

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মে ১১, ২০১৯
কর্ডোভা মসজিদের নির্মাতা আবদুর রহমানের জন্ম কর্ডোভা মসজিদ

আজ পবিত্র রমজানের পঞ্চম দিন। ইসলামি ইতিহাসে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা পাঠকের জন্য তুলে ধরা হলো।

এক. ১১৩ হিজরির এ দিনে (৭৩১ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর) বিখ্যাত সেনাপতি আবদুর রহমান দাখিল দামেশকে জম্মগ্রহণ করেন। তিনি ছিলেন আন্দালুসে (স্পেন) উমাইয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও বিখ্যাত কর্ডোভা জামে মসজিদের নির্মাতা।

দুই. ৩৬২ হিজরি মুইজ লিদিনিল্লাহ ফাতেমি তিউনিসিয়া থেকে মিশরের কায়রোতে আসেন। তিনি ফুসতাত থেকে মিশরের রাজধানী কায়রোতে স্থানান্তর করেন।

তিন. ১৩৩৬ হিজরিতে উসমানি সেনাবাহিনী প্রথম যুদ্ধের সময় ইরানের তিবরিজ নগর দখল করে।

চার. ১৩৪২ হিজরির এদিনে (১৯২৩ সালের ২৩ এপ্রিল) সম্রাজ্যবাদী ইতালীয় সেনাবাহিনীর সঙ্গে ‘লায়ন অব ডেজার্ট’খ্যাত সেনাপতি উমর আল-মুখতারের নেতৃত্বে ঐতিহাসিক ‘বিরে গাবি’র যুদ্ধ সংঘটিত হয়।

পাঁচ. ১৩৬৭ হিজরিতে (১৯৪৮ সালের ১১ জুলাই) ফিলিস্তিনের লদ নগরে মশি দায়ানের (Moshe Dayan) নেতৃত্বে ইহুদি কমান্ডো ইউনিট হত্যাযজ্ঞ চালায়। বৃষ্টির মতো বোমা বর্ষণে প্রায় পাঁচশত লোক নিহত হয়। গ্রেপ্তার করা হয় যুবকদের। নগর থেকে বেরকরে দেওয়া হয় অন্যান্য অধিবাসীদের।

রমজানবিষয়ক যেকোনো ধরনের লেখা আপনিও দিতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন:

 [email protected]

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১১, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অপার মহিমার রমজান এর সর্বশেষ