ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

অফবিট

মহিষ চরানোর পর কৃষক যখন বাড়ি ফেরেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
মহিষ চরানোর পর কৃষক যখন বাড়ি ফেরেন

মেঠো পথ ধরে মহিষের পিঠে বসে নির্ভাবনায় গেরস্ত মাঠ থেকে বাড়ি ফেরা গ্রাম বাংলার এক চিরচেনা রূপ।  সারাদিন মাঠ থেকে মহিষ চরানোর পর কৃষক যখন ক্লান্ত হয়ে পড়েন।

 মাঠের লতাপাতা খেয়ে মহিষগুলো তখন সতেজ হয়ে ওঠে।

মহিষ যেনো নিজের পিঠে করে ক্লান্ত গেরস্তকে বাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব বহন করে। এমনি  চিরচেনা রূপ দেখা যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ওলিনগর গ্রামে। মহিষ চরানোর পর ক্লান্ত গেরস্ত আফিল উদ্দীনি এভাবেই মহিষের পিঠে চড়ে বাড়ি ফেরেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।