ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

অফবিট

কুকুর-চিতার বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানায়

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
কুকুর-চিতার বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানায় চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে কুকুর ‘বোওয়ি’ ও চিতাবাঘ ‘নন্দী’। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির টার্টল ব্যাক চিড়িয়াখানার বাসিন্দা একটি চিতাবাঘের সঙ্গে গভীর বন্ধুত্ব একটি কুকুরের। ‘নন্দী’ নামের এ চিতার সঙ্গে ‘বোওয়ি’ নামের ল্যাবরেডর রিট্রাইভার প্রজাতির কুকুরটির বন্ধুত্ব শুরু যখন তাদের বয়স মাত্র কয়েক সপ্তাহ।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসে সম্প্রতি প্রচারিত এক প্রতিবেদনে তুলে ধরা হয় এ বিস্ময়কর জুটির বন্ধুত্ব।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, প্রকৃতিগত দিক থেকে চিতা লাজুক স্বভাবের।

চিড়িয়াখানার পরিবেশে নন্দীকে তাই স্বাভাবিক রাখার জন্য সঙ্গী হিসেবে বোওয়িকে রাখা হয়েছে।

চিড়িয়াখানার কর্মকর্তা শার্লট ট্র্যাপম্যান ও’ব্রেইন জানান, বোওয়ি চিড়িয়াখানার পরিবেশে নন্দীর আত্মবিশ্বাস তৈরি করছে।

ক্যামেরার দিকে তাকিয়ে কুকুর ‘বোওয়ি’ ও চিতাবাঘ ‘নন্দী’।  ছবি: সংগৃহীততিনি জানান, নন্দীর উদ্বেগ দূর করার মতো উপযোগী করে বোওয়িকে প্রশিক্ষিত করা হয়েছে। নন্দী যাতে কোনো পরিস্থিতিতেই বিচলিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করে বোওয়ি। নন্দী যেখানেই যায়, বোওয়ি তার সঙ্গে সঙ্গে থাকে যাতে করে করে নন্দী স্বাভাবিক থাকে।

নন্দীও বোওয়ির ওপর পুরোমাত্রায় নির্ভরশীল বলে জানান শার্লট ট্র্যাপম্যান ও’ব্রেইন।

এছাড়া খেলাধুলা ও দৌড়ঝাঁপেও নন্দী সবসময় বোওয়ির সঙ্গেই থাকে।

বোওয়ি ও নন্দীর খুনসুটি।  ছবি: সংগৃহীতসামাজিক যোগাযোগমাধ্যমেও এ জুটির বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে। বিচিত্র এ জুটির বন্ধুত্বের প্রশংসায় ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে মন্তব্য করছেন।

যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানাগুলোতে চিতা শাবক লালনপালন করতে একই বয়সের কুকুর ছানা ব্যবহারের প্রচলন আছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।