ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

অফবিট

কাঁচের ব্রিজ!!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
কাঁচের ব্রিজ!! কাঁচের ব্রিজ

ঢাকা: চমকপ্রদ সব আবিষ্কার আর প্রযুক্তি দিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে চীনের জুড়ি নেই। এবার চীন চমকে দিলো সবাইকে বিশ্বের দীর্ঘতম ও সবচেয়ে উঁচু কাঁচের ব্রিজ নির্মাণ করে।

পাহাড়ের খাদের কিনারা ঘেঁষে নির্মিত এ ব্রিজের নিচে রয়েছে প্রায় ৩০০ মিটার গভীর খাঁদ। চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল পার্কে গ্রান্ড ক্যানিয়নের উপর এই ঝুলন্ত ব্রিজে একসাথে ৮০০ মানুষ চলাফেরা করতে পারবে।

একদিনে সর্বোচ্চ ৮ হাজার দর্শনার্থী ঘুরে দেখতে পারবেন এই ব্রিজ।

ইসরায়েলের বিখ্যাত স্থপতি হায়িম দোতানের পরিকল্পনায় নির্মিত হয়েছে ব্রিজটি।

স্বচ্ছ কাঁচের এই ব্রিজটি উচ্চতাভীতিতে আক্রান্ত মানুষের জন্য সত্যিকারের দুঃস্বপ্ন। তবে নিরাপত্তার দিক থেকে এ ব্রিজ উত্তীর্ণ হয়েছে বেশ কয়েকটি পরীক্ষায়। বিশালাকার হাতুড়ির আঘাত থেকে শুরু করে যাত্রীবাহী গাড়িও পার হয়েছে এই ব্রিজের নিরাপত্তা নিশ্চিতকরণ পরীক্ষায়।

গত ডিসেম্বরে ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হলেও সম্প্রতি এটি খুলে দেয়া হয়েছে জনসাধারণের দর্শনের জন্য।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
এনএইচটি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।