ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

অফবিট

বন্ধুকে বাঁচাতে পানিতে ঝাঁপ হাতি শাবকের!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, অক্টোবর ১৫, ২০১৬
বন্ধুকে বাঁচাতে পানিতে ঝাঁপ হাতি শাবকের!

বন্ধু সে তো বন্ধুই। যুগে যুগে এই বন্ধুত্ব নিয়ে কত নিদর্শন আর গল্প কথা তৈরি হয়েছে পৃথিবীতে।

শুধু কি মানুষে মানুষে, মানুষ আর প্রাণীর বন্ধুত্বও কিন্তু জায়গা করে নিয়েছে সেখানে।

থাইল্যান্ডের একটি হাতি শাবকের এমনই একটি ভিডিও ইন্টারনেট দুনিয়ার ছড়িয়ে পড়ার পর তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
খাম লাহ, থাইল্যান্ডের এ্যালিফেন্ট ন্যাচার পার্কের সবচেয়ে ছোট হাতি।

গত বছর কিছু দূর্বত্তদের হাত থেকে উদ্ধারের পর আরও ১৯টি হাতির সাথে খামেরও আবাসভূমি হয়ে উঠে থাইল্যান্ডের ওই পার্ক।

ড্যারেক নামের এক ব্যক্তি ওই পার্কে কাজ করতেন। সেই সূত্রে ড্যারেকের সাথে পরিচয় খামের। এরপর দুজনের মধ্যে গড়ে উঠে গভীর বন্ধুত্ব।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পার্কের একটি খোরস্রোতা নদীতে ডুবে যাওয়ার ভান করছেন ড্যারেক। তা দেখে এক মুহূর্ত সময় নষ্ট না করে বন্ধুকে উদ্ধার করতে সাথে সাথে পানিতে ঝাপ দেয় হাতি শাবকটি। এ সময় অন্য হাতিদেরকে নিজ কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।

পরে নদী পার হয়ে সত্যিকারের বন্ধুর মতই উদ্ধার করে ড্যারেককে। খামের এমন আচরণ আপ্লুত করেছে হাজার হাজার ইন্টারনেট ব্যবহারকারীকে। অনেকে এর ভূয়সী প্রশংসা করেছেন। অনেকে হাতির এমন ভালোবাসায় বিস্ময় প্রকাশ করে বলেছেন, এমন বন্ধুত্ব সত্যিই বিরল।

আলোচিত সেই ভিডিওটি দেখুন নীচে:

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।