ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অফবিট

১৪ মার্চ: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
১৪ মার্চ: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

আজ বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪। বিভিন্ন বছরের এই দিনটিকে বিশ্বে ঘটেছে নানা ঘটনা।

এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই জায়গা করে নেয় ইতিহাসের পাতায়।

ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহলউদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলো কি ছিল চলুন জেনে আসা যাক-

আজ বিশ্ব পাই দিবস। পাই দিবস গাণিতিক ধ্রুবক পাই (π)এর সৌজন্যে উদযাপন করা হয়। পাই-এর মান প্রায় ৩ দশমিক ১৪ বলে প্রতি বছর মার্চ ১৪ পাই দিবস হিসাবে পালিত হয়। ১৪ মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটকে পাই মিনিট নামে আখ্যায়িত করা হয়। দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়।

১৯৯০ সালের এদিনে ইতিহাসের এই দিনে মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন। দীর্ঘ প্রায় আট দশকের কমিউনিস্ট শাসনের বেড়াজাল থেকে রাশিয়াকে মুক্ত করেছিল গর্বাচেভের বহুল আলোচিত ‘পেরেস্ত্রয়কা` বা ‘পুনর্গঠন` কর্মসূচি৷ গর্বাচভের ‘পেরেস্ত্রয়কা` বা ‘পুনর্গঠন` কর্মসূচির হাত ধরেই সোভিয়েত রাশিয়ায় সূচিত হয় জাতীয়তাবাদী ধারণার বিস্তার, যার ফলশ্রুতিতে ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন৷

১৯৯২ সালের এই দিনটিতে সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়। প্রাভদা সাবেক সোভিয়েত ইউনিয়ন ও সেন্ট্রাল কমিটি অব দ্য কমিউনিস্ট পার্টির ১৯১২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত অফিসিয়াল মুখপাত্র ছিল। পত্রিকাটি প্রথম ১৯০৫ সালে ইউক্রেরিয়ান স্পিলিকা পার্টি চালু করেছিল। রুশ ভাষায় প্রাভদার অর্থ সত্য। প্রথমে শ্রমিকদের দেওয়া অর্থ দিয়েই পত্রিকা চলতো। লেনিন প্রায়শই এ পত্রিকায় লিখতেন।

ঘটনাবলি
১৮৬৪ - স্যার স্যামুয়েল বেকার অ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।
১৮৯১ - ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোজাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়।
১৯২৫ - প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।
১৯৩১ - ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।
১৯৩৯ - কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।
১৯৫৫ - ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।
১৯৭৩ - বিজ্ঞানী মণিলাল ভৌমিক এক্সিমার লেজারের কথা প্রথম ঘোষণা করেন ডেনভার অপটিক্যাল সোসাইটিতে।
১৯৭৫ - রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন।
১৯৭৫ - রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।
১৯৭৮ - ইসরাইল মহড়ার অজুহাতে সেনাবাহিনীকে জড়ো করে এবং লেবাননের ওপর আগ্রাসন চালায়।
১৯৮০ - ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮৫ - তেহরানের জুমার নামাজের সমাবেশে বিদেশিদের অনুচররা বোমা হামলা চালায়।
২০০৭ - নন্দীগ্রাম গণহত্যার ঘটনা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন।

জন্ম
১৮৫৪ - পাউল এরলিখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান-ইহুদি চিকিৎসক ও বিজ্ঞানী।
১৮৭৯ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯১৬ - সমরেন্দ্র কুমার মিত্র, ভারতীয় বাঙালি বিজ্ঞানী এবং গণিতবিদ। তিনি ভারতে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার তৈরি করেন।
১৯৩৩ - মাইকেল কেইন, ইংরেজ অভিনেতা ও লেখক।
১৯৩৪ - আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী, ছড়ার গানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে যার বিশিষ্ট অবদান রয়েছে।
১৯৬৫ - আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।
১৯৬৫ - রোহিত শেঠী, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও উপস্থাপক।
১৯৮৬ - জেমি বেল, ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী।

মৃত্যু
১৬৮২ - ইয়াকব ভ্যান রাইস্‌ডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী।
১৮৮৩ - কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা।
১৮৯৯ - হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন।
১৯৭৫ - যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, বাঙালি কবি।
১৯৭৬ - পল্লীকবি জসিমউদ্দিন, বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক।
১৯৮১ - কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৯৫ - উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৯৭ - বাঙালি কবি ও লেখক সামসুল হক।
২০১২ - হিমানীশ গোস্বামী, বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী।
২০১৮ - স্টিভেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।