ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে ব্রাজিল ফ্যান ক্লাবের শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে ব্রাজিল ফ্যান ক্লাবের শোভাযাত্রা

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ব্রাজিলের ৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ব্রাজিল ফ্যান ক্লাবের সমর্থকরা।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে তালা সরকারি কলেজ মাঠ থেকে ব্রাজিলের জার্সি পরে ও পতাকা হাতে নিয়ে ব্রাজিল সমর্থকরা শোভাযাত্রাটি বের করে।

শোভাযাত্রাটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ব্রাজিল ফ্যান ক্লাবের অর্ঘ্য ঘোষ জানান, কাতার বিশ্বকাপে আমাদের প্রাণের দল ব্রাজিলকে সমর্থন স্বাগত জানাতে আমাদের এই ভালাবাসা। আমরা ৫০০ হাত দীর্ঘ পতাকা তৈরি করেছি। পতাকাটি ব্রাজিলের খেলোয়াড়দের জন্য উৎসর্গ করলাম।

ব্রাজিল ফ্যান ক্লাবের অন্যতম সংগঠক সুমন বলেন, ব্রাজিল ও নেইমারকে ভালোবেসে আমাদের এই আয়োজন। আমরা আশা করি এবারের বিশ্বকাপ ব্রাজিলের ঘরে উঠবে।

শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক সমর্থক অংশ নেয়।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।