ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ধানক্ষেতে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মো. ইমন হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুর গ্রামে ঘটে এ দুর্ঘটনা।

ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন এক কৃষক।

ইমন ওই গ্রামের সুলতান আহম্মদের ছেলে। তার বাবা ঢাকায় রিকশা চালান।

ইমনের মামা জামাল হোসেন জানান, ইমন তার বাবা-মার সঙ্গে ঢাকায় থাকতো। সে প্রায় ১০ দিন আগে ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেলে ইমন তার কয়েকজন বন্ধুর সঙ্গে একটি বিলে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। এ সময় ইমন নৌকা থেকে বিলের পাশের ধানক্ষেতে নামলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সে অচেতন হয়ে পড়ায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ইমনের মৃত্যু হয়েছিল।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।