ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে নৈশকোচ থেকে পিস্তল, গুলি ও চাকুসহ ২ যাত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
পঞ্চগড়ে নৈশকোচ থেকে পিস্তল, গুলি ও চাকুসহ ২ যাত্রী আটক

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের নৈশকোচ থেকে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও বিদেশি চাকুসহ আহসান হাবিব (৪০) ও মাসুম কামাল মাসুম (৬০) নামে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) দিনগত রাত ১২টায় উপজেলার সদরের নাবিল পরিবনের কাউন্টার থেকে কোচটি ছেড়ে যাওয়ার সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- বগুড়া জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে আহসান ও একই জেলার গোহাইল রোড ছত্রাপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মাসুম।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রোববার সকালে তারা দেবীগঞ্জের গাজকাঠি বাজার এলাকায় আসেন। রাতে দেবীগঞ্জের নাবিল পরিবহনের কাউন্টার থেকে নৌশকোচটি বগুড়ার উদ্দেশে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোচটি থামিয়ে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।