ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার জন।

বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য জানান।  

গত বছরের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন।

এর আগে গত বছরের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মহামারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীদের একাংশ এই পরীক্ষা না নেওয়ার দাবি তুলেছিলেন। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ৯০৭জন। পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৯৯ হাজার ৬০৬ জন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।