ঢাকা, শনিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাল নোটসহ দুই প্রতারক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
জাল নোটসহ দুই প্রতারক আটক

ঢাকা: নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ৯১ হাজার টাকা মূল্যের জাল নোটসহ একটি প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ৯১ হাজার টাকা মূল্যের জাল নোট এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটকরা হলেন—মো. সিয়াম (২১) ও বিজয় কুমার (১৯)।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জাল টাকা কেনাবেচা করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আটক দুজনই প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।